ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিজ ঘরে মিলল যুবদল নেতার অর্ধগলিত মরদেহ

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ১৯ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:০৮, ১৯ এপ্রিল ২০২৫
নিজ ঘরে মিলল যুবদল নেতার অর্ধগলিত মরদেহ

আয়নাল হোসেন। ফাইল ফটো

নাটোরের বড়াইগ্রামে নিজের শোবার ঘর থেকে মো. আয়নাল হোসেন (৪৫) নামের এক যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের নটাবাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আয়নাল হোসেন একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ও ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে আয়নালকে ছেড়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। তাদের সংসারে দুইটি সন্তান থাকলেও তারা মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকে। এরপর থেকে আয়নাল নিজ বাড়িতে একাই বসবাস করতেন।

গত বুধবার সন্ধ্যায় আয়নালকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন স্থানীয়রা। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। শনিবার সকালে তার বাড়ির পাশের লোকজন দুর্গন্ধ পেয়ে বাড়ির ভেতরে ঢুকে ঘরের দরজা খোলা দেখতে পান। এসময় উঁকি দিয়ে ঘরের মেঝেতে আয়নালের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তারা।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। এ কারণে মরদেহে পচন ধরে গন্ধ ছড়াচ্ছিল। তবে, তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়