ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে পর্যটকদের সঙ্গে অটোরিকশার চালকদের সংঘর্ষ, আহত ১২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ৩ সেপ্টেম্বর ২০২৫  
চট্টগ্রামে পর্যটকদের সঙ্গে অটোরিকশার চালকদের সংঘর্ষ, আহত ১২

সংঘর্ষে আহত কয়েকজন।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝর্ণা অভিমুখী পর্যটকদের বাস প্রবেশে বাধা দেওয়ার জের ধরে সিএনজিচালিত অটোরিকশার চালকদের সঙ্গে পর্যটকদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে। 

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে খৈয়াছড়া ঝর্ণার প্রবেশমুখী সড়কে সংঘর্ষ হয়। 

আরো পড়ুন:

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, খৈয়াছড়া ঝর্ণা অভিমুখী পর্যটকদের বাস সড়কে প্রবেশের সময় অটোরিকশার চালকেরা বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে একদল পর্যটক রিজার্ভ বাস নিয়ে মিরসরাই খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে যাচ্ছিলেন। পর্যটকদের বাসটি খৈয়াছড়া ঝর্ণা অভিমুখী সড়কে প্রবেশ করার সময় স্থানীয় অটোরিকশা চালকরা বাধা দেয়। অটোরিকশার চালকরা বাস থেকে পর্যটকদের নামিয়ে অটোরিকশায় করে ঝর্ণায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন উভয়পক্ষে তর্কাতর্কি ও হাতাহাতি হয়। পরে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।

আহত পর্যটক বিপ্লব অভিযোগ করেন, ‘‘আমরা গাড়ি নিয়ে প্রবেশ করার সময় স্থানীয় অটোরিকশার চালকরা বাধা দেয়। পরে তারা আমাদের উপর লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। আমরা ঝর্ণায় না গিয়ে বাস নিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছি।’’

আরেক পর্যটক হাসান বলেন, ‘‘অটোরিকশার চালকেরা আমাদের জিম্মি করে ফেলে।’’

ওসি আতিকুর রহমান জানান, সংঘর্ষের ব্যাপারে কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। 
 

ঢাকা/রেজাউল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়