ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ১ ডিসেম্বর ২০২৫  
হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত

হবিগঞ্জের মধবপুরে গতকাল দুপুরে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার নোয়াপাড়া বাজারে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানান, গত শনিবার রাতে ইটাখোলা মুড়াপাড়া গ্রামের বকুল মেম্বারের ভাতিজার সঙ্গে পার্শ্ববর্তী ব্যাঙ্গাডোবা গ্রামের নুর মিয়া সরদারের এক স্বজনের তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি হয়। এরই জেরে রবিবার দুপুরে উভয় পক্ষের শত শত লোক লাঠি নিয়ে নোয়াপাড়া বাজারে জড়ো হন। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে জড়ানো লোকজন একে অন্যকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন। সন্ধ্যা পর্যন্ত চলা সংঘাতে অর্ধশতাধিক লোক আহত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আরো পড়ুন:

নোয়াপায়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা চলছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্যা জানান, সংঘর্ষের পর নোয়াপাড়া বাজারে পুলিশ মোতায়েন রয়েছে।

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়