৫ ঘণ্টা পর ফরিদপুরের ২ মহাসড়কে যান চলাচল শুরু
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়দের সড়ক অবরোধ পাঁচ ঘণ্টা পর শেষ হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এরপর তারা আর সড়ক অবরোধ করেননি। ফলে ফরিদপুর-বরিশাল ও ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান এ তথ্য জানান।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ফরিদপুর-বরিশাল ও ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। তারা জানিয়েছিলেন, নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অযৌক্তিক এবং তাদের স্বার্থের পরিপন্থি। তারা অবিলম্বে ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে আনার আহ্বান জানান।
ওসি মো. রোকিবুজ্জামান বলেন, “জুমার নামাজ শেষে বিক্ষুব্ধ জনতা আর সড়ক অবরোধ করেনি। সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এখনো মহাসড়কে মোতায়েন রয়েছে। আশা করছি, শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে।”
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, “নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত নতুন সীমানা তালিকায় ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদ করেন স্থানীয়রা। আমি আন্দোলনকারীদের আশ্বাস দিয়েছি এবং তাদের দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়ক দুইটিতে যান চলাচল শুরু হয়েছে। আশা করছি, দ্রুতই একটি সমাধান আসবে।”
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “ফরিদপুর-বরিশাল ও ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
তিনি আরো বলেন, “সকাল থেকে বিক্ষুব্ধ জনতা মহাসড়কের পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।”
ঢাকা/তামিম/মাসুদ