ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আড়াইহাজারে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫
আড়াইহাজারে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

মো. সোহেল আহাম্মেদ

নারায়ণগঞ্জ আড়াইহাজারের ব্রাক্ষন্দী ইউনিয়নে গণপিটুনিতে মো. সোহেল আহাম্মেদ (৩০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের বালিয়াপাড়া এলাকায় তাকে মারধর করা হয়। 

পুলিশ জানায়, নিহত সোহেলের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। 

আরো পড়ুন:

নিহত সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তার বাবার নাম মকবুল হোসেন। সোহেল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে সোহেল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি গা ঢাকা দেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন। আজ সোমবার সকালে সোহেলকে ধরে গণপিটুনি দেন স্থানীয়রা। ঘটনাস্থলেই তিনি মারা যান।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, বিগত দিনে ইউপি সদস্য সোহেল এলাকাবাসীর ওপর অনেক অত্যাচার-নির্যাতন চালান। এলাকাবাসী তার ওপর ক্ষিপ্ত ছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা ছিল। কয়েকদিন আগে ক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়