বিকেএসপিতে যুবদের আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিকেএসপি পরিচালিত যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিকেএসপির প্রথম ব্যাচ চালুর মধ্য দিয়ে প্রকল্পের উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথি আসিফ মাহমুদ বলেন, “আত্মসুরক্ষার প্রশিক্ষণের জন্য ২৭ কোটি টাকা ব্যায়ে ২ বছর ৬ মাস মেয়াদি প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পের আওতায় বিকেএসপির সাতটি আঞ্চলিক শাখার মাধ্যমে ৮ হাজার ৮৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম, আমন্ত্রিত গণ্যমান্য অতিথিবৃন্দ ও বিকেএসপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণে মূলত জুডো, কারাতে, তায়কোয়নডো ও শ্যুটিং (এয়ার গান) বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণের লক্ষ্য- যুবদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক ভারসাম্য অর্জন, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ, শারীরিক সক্ষমতা অর্জন এবং জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার।
অনলাইন নিবন্ধনে ফাস্ট কাম ফাস্ট সিলেকশনের ভিত্তিতে সারা দেশের নূন্যতম এসএসসি উত্তীর্ণ, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও প্রশিক্ষণ গ্রহণে সক্ষম ১৮-৩৫ বছর বয়সের বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ ১৫ দিনের সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
যুবকদের জন্য ১০২টি ব্যাচে ৮ হাজার ২৫০ জন এবং যুবতীদের ১২টি ব্যাচে ৬০০ জনসহ সর্বমোট ১১৪টি ব্যাচে ৩ বছরের বিভিন্ন সময়ে ৮ হাজার ৮৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীদের আবাসন, আহার, ট্র্যাকসুট, টি-শার্ট, কেডস, প্রশিক্ষণ ভাতা এবং শেষে সনদ প্রদান করা হবে।
পরে মহাপরিচালক প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে বিকেএসপির বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখান। ক্রীড়া উপদেষ্টা বিকেএসপির চলমান কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।
ঢাকা/সাব্বির/মেহেদী