চট্টগ্রাম-১০ আসনে এনসিপির মিশমা লড়বেন আমীর খসরুর সাথে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
সাগুফতা বুশরা মিশমা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে চট্টগ্রাম ১০ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম উত্তর জেলার প্রধান সমন্বয়কারী সাগুফতা বুশরা মিশমা।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) সাগুফতা বুশরা মিশমার নাম ঘোষণা করা হয়। মনোননয়ন পাওয়ার বিষয়টি মিশমা নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম-১০ আসনটি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সংসদীয় আসন। এই আসনে এরইমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এনসিপি প্রার্থী সাগুফতা বুশরা মিশমাকে বিএনপির এই হেভিওয়েট প্রার্থীর সাথে প্রতিদ্বন্ধিতা করতে হবে।
চট্টগ্রামের অন্যান্য আসনে এনসিপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন চট্টগ্রাম-৬ এ মহিউদ্দিন জিলানী, চট্টগ্রাম- ৮ মো. জোবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম ৯- মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু, চট্টগ্রাম- ১১–এ মোহাম্মদ আজাদ দোভাষ, চট্টগ্রাম- ১৩–এ জুবাইরুল আলম মানিক, চট্টগ্রাম ১৪–এ মুহাম্মদ হাসান আলীম, চট্টগ্রাম ১৫–এ আবদুল মাবুদ সৈয়দ এবং চট্টগ্রাম- ১৬–এ মীর আরশাদুল হক।
ঢাকা/রেজাউল/এস