সাভারে সেটেলমেন্ট কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাংবাদিকের দিকে চেয়ার ছুঁড়ে মারতে উদ্যত হন পেশকার মো. শফিক।
ঢাকার সাভারের হেমায়েতপুরে উপজেলা সেটেলমেন্ট অফিসে সংবাদ সংগ্রহ করতে যাওয়া একাধিক গণমাধ্যম কর্মীর ওপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আলমনগরে সেটেলমেন্ট কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- পেশকার মো. শফিক, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার মো. সাইফুল ইসলাম ও সহকারী সেটেলমেন্ট অফিসার সোহেল আহমেদ।
লিখিত অভিযোগে দেশ টিভির ক্যামেরা পার্সন মো. জাহিদুল ইসলাম খান জানান, সেটেলমেন্ট অফিসে দালাল সিন্ডিকেট, ঘোষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহ করতে যান তিনি ও অন্য গণমাধ্যমকর্মীরা। ঠিক সেই সময় অফিসে কর্মরত দুই কর্মকর্তাসহ একদল দালাল ও অজ্ঞাত ১৫-২০ জন আকস্মিকভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, দেশ টিভির সাংবাদিক ওই পেশকারের কাছে বক্তব্য চাইলে একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি তার কাঠের চেয়ার ওই সাংবাদিকের দিকে ছুঁড়ে মারতে উদ্যত হন। আশপাশের লোকজন তাকে নিবৃত্ত করেন। পরবর্তীতে ওই সাংবাদিক কার্যালয়ের বাইরে এলে সেখানেও তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন অপর এক কর্মকর্তা।
জাহিদুল বলেন, “হামলাকারীরা দলবদ্ধভাবে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ভাঙচুরেরও চেষ্টা চালায়। দুর্নীতির বিষয়ে প্রশ্ন করায় হামলাকারীরা ‘মামলায় ফাঁসিয়ে দেওয়া’ ও ‘চাকরি খাওয়ার’ও হুমকি দেয় বলেও দাবি করেন তিনি।”
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, “সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহ দেখে পরবর্তী প্রক্রিয়া নেওয়া হবে।”
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পেতে ফোন করলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে টেলিভিশন রিপোর্টার্স ক্লাব (টিআরসি)। অবিলম্বে পেশকার সাইফুল ও পেশকার শফিকসহ সংশ্লিষ্ট সকল হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
ঢাকা/সাব্বির/এস