ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হেভিওয়েটদের বিপক্ষে এনসিপির প্রার্থী হচ্ছেন যারা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ১০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:০৪, ১০ ডিসেম্বর ২০২৫
হেভিওয়েটদের বিপক্ষে এনসিপির প্রার্থী হচ্ছেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীতালিকা ঘোষণা করেছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ সমন্বয়কদের নিয়ে গঠিত নতুন এ রাজনৈতিক দলটি প্রথম বারের মতো নির্বাচনে অংশ নিচ্ছে। বিভিন্ন আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের অনেক হেভিওয়েট প্রার্থীর সঙ্গে লড়তে হবে এনসিপির নবীন রাজনীতিকদের।

দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ আসনে আ হ ম শামসুল মুকতাদিরকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে এনসিপি। বগুড়া-৭ এবং ফেনী-১ আসনেও খালেদা জিয়াকে প্রার্থী করেছে বিএনপি। এ দুটি আসনে এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি এনসিপি।

আরো পড়ুন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে। এখানে এনসিপির মনোনয়ন পেয়েছেন আব্দুল্লাহ-আল-ওয়াকি।

ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ আসনে অবসরপ্রাপ্ত মেজর মুহাম্মদ আলমগীর ফেরদৌসকে প্রার্থী করছে জাতীয় নাগরিক পার্টি।

খুলনা-৫ আসনে বিএনপির প্রার্থী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আজগর লবী এবং জামায়াতের প্রার্থী দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ আসনে এখনো কাউকে মনোনয়ন দেয়নি এনসিপি।

ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আসনেও এখনো প্রার্থী দেয়নি এনসিপি।

কক্সবাজার-১ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে প্রার্থী করেছে বিএনপি। এনসিপি মো. মাইমুল আহসাম খানকে এ আসনে মনোনয়ন দিয়েছে।

ঢাকা/রফিক 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়