রাজশাহীতে ওয়াসার মেগাপ্রকল্পের শ্রমিকদের বিক্ষোভ
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহী ওয়াসার পাইপলাইন বসানোর মেগাপ্রকল্পের শ্রমিকেরা ৯ দফা দাবিতে বিক্ষোভ করেন।
রাজশাহী ওয়াসার পাইপলাইন বসানোর মেগাপ্রকল্পের শ্রমিকেরা ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোদাগাড়ী উপজেলার সারাংপুর কলেজ মোড় এলাকায় বিক্ষোভ করেন তারা। শ্রমিকেরা কিছু সময়ের জন্য রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধও করেন।
রাজশাহী ওয়াসার প্রায় তিন হাজার কোটি টাকার এ প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনের হুনান কন্সট্রাকশন ইঞ্জিনিয়ার গ্রুপ কোম্পানি লিমিটেড (চায়না প্রজেক্ট) নামের একটি প্রতিষ্ঠান। শ্রমিকদের অভিযোগ, ম্যানপাওয়ার-দায়িত্বে থাকা কর্মকর্তারা মাস শেষে বেতন থেকে অযৌক্তিকভাবে টাকা কেটে নেন। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বাবদও অতিরিক্ত অর্থ আদায় করা হয়।
শ্রমিকেরা মোট ৯ দফা দাবি জানিয়েছেন। সেগুলো হলো, ৮ ঘণ্টা কাজের পূর্ণ বেতন নিশ্চিত করা ও ওভারটাইমের মজুরি বেসিকের দেড় গুণ হারে দেওয়া; সরকারি শ্রম আইন মানা, শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে কমপক্ষে ৯০ দিন আগে নোটিশ বা নোটিশ না দিলে ৯০ দিনের বেতন পরিশোধ করা; শ্রমিকদের জন্য চিকিৎসা ভাতা বা ইন্স্যুরেন্স সুবিধা নিশ্চিত করা; প্রয়োজনীয় সব পিপিই বিনামূল্যে সরবরাহ করা; প্রতি মাসের ১-২ তারিখের মধ্যে বেতন প্রদান করা; ঈদুল ফিতর ও ঈদুল আজহায় মূল বেতনের ৫০ শতাংশ বোনাস দেওয়া; রাতের শিফটে শ্রমিকদের খাবারের ব্যবস্থা করা এবং শুক্রবার অর্ধেক দিন কাজের পর ছুটি দেওয়া।
শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল হক ও গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন চীনের ঠিকাদারী প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন। বৈঠক শেষে বিকেলে তারা শ্রমিকদের আশ্বস্ত করলে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন শ্রমিকেরা।
গোদাগাড়ী থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘‘শ্রমিকেরা ৯ দফা দাবি দিয়েছেন। এরমধ্যে কর্তৃপক্ষ কিছু মেনে নিয়েছে। কিছু দাবি মেনে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। এখন পরিস্থিতি স্বাভাবিক।’’
বিষয়টি নিয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের মুখপাত্র সাইফুল ইসলামকে ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
ঢাকা/কেয়া/বকুল