ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদীর রায়পুরায় বিশেষ কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ১০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৪:২২, ১০ ডিসেম্বর ২০২৫
নরসিংদীর রায়পুরায় বিশেষ কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বুধবার সকালে নরসিংদী পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে সংঘাত বন্ধে এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে খুব শিগগিরই বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

আরো পড়ুন: নরসিংদীতে দু’পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নরসিংদীতে রায়পুরা উপজেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চরাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব অনেক বেশি, রয়েছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্র। তাই দ্রুত সময়ের মধ্যেই কম্বিং অপারেশন পরিচালনা করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।”

তিনি বলেন, “শুধু অভিযান নয়—এলাকায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো শক্তিশালী করা, স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়াসহ বিভিন্ন দিক থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এদিন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ লাইন্স এলাকার সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রমও ঘুরে দেখেন। হাসপাতাল, রেশন স্টোর, রান্নাঘর, খেলার মাঠ, প্রশিক্ষণ এলাকা, পুকুরসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তুষ্টি প্রকাশ করেন। পুলিশের জন্য খাবারের মান ও প্রশিক্ষণের পরিবেশ আরো উন্নত করতে নির্দেশনাও দেন তিনি।

ঢাকা/হৃদয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়