ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুরাদনগরে প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ২৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:১০, ২৩ ডিসেম্বর ২০২৫
মুরাদনগরে প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক

তানজিনা আক্তার ও রুবেল

কুমিল্লার মুরাদনগরে যৌতুকের দাবিতে তানজিনা আক্তার (১৯) নামের এক তরুণীকে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর সদর এলাকার গোমতী সেতুর বেড়িবাঁধ-সংলগ্ন স্থানে এ হত্যাকাণ্ড ঘটে।

ঘাতক স্বামীর নাম রুবেল (৩২)। সে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে। নিহত তানজিনা ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তানজিনাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত রুবেল। নির্যাতন সইতে না পেরে গত সোমবার (২২ ডিসেম্বর) তানজিনা বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানতে পেরে এবং যৌতুকের দাবিতে আরো ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে রুবেল তার স্ত্রীকে জনসম্মুখে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

ঘটনার পরপরই উপস্থিত লোকজন সাহসিকতার সঙ্গে ধাওয়া করে রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ঘাতক রুবেল বর্তমানে পুলিশ হেফাজতে আছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।

ঢাকা/রুবেল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়