ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানকে সংবর্ধনা

প্রস্তুতির শেষ পর্যায়ে মঞ্চ, নিরাপত্তায় সেনা টহল

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ২৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:৩০, ২৩ ডিসেম্বর ২০২৫
প্রস্তুতির শেষ পর্যায়ে মঞ্চ, নিরাপত্তায় সেনা টহল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দিতে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মিত মঞ্চ এখন প্রায় প্রস্তুত। ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে এই আয়োজন ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকেই পূর্বাচল ৩০০ ফিট এলাকার মঞ্চের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের নিয়মিত টহল দিতে দেখা গেছে। কয়েক ঘণ্টা পরপর সেনাবাহিনীর বিভিন্ন টিম মঞ্চ এলাকা পরিদর্শন করেছেন।  নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা নজরদারির আওতায় রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরেজমিনে দেখা যায়, মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ। আলোকসজ্জা, ব্যানার ও সাউন্ড সিস্টেম বসানোর কাজ চলছে। মঞ্চের সামনে ও আশপাশের এলাকায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। কেউ কেউ দুদিন আগেই এসে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ঐতিহাসিক এই মুহূর্তে উপস্থিত থাকতে তারা আগেভাগেই ঢাকা এসেছেন।

নেতাকর্মীরা জানান, তারেক রহমানকে বরণ করে নিতে দলীয়ভাবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মঞ্চ ও আশপাশের ব্যবস্থাপনা ছাড়াও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকায় মঞ্চ এলাকায় প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা পথ নির্ধারণ করা হয়েছে।

নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বড় জনসমাগমের সম্ভাবনার কথা বিবেচনায় রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মাঠে রয়েছে। পুরো আয়োজন নির্বিঘ্ন রাখতে গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিও অব্যাহত আছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উত্তেজনা বিরাজ করছে। দলীয় সূত্র জানায়, সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে। সে কারণে প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঢাকা/আলী//

সর্বশেষ

পাঠকপ্রিয়