ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছুরিকাঘাতে নিহত যুবকের লাশ মিলল কচুরিপানার নিচে

গাজীপুর পূর্ব প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ২৩ ডিসেম্বর ২০২৫  
ছুরিকাঘাতে নিহত যুবকের লাশ মিলল কচুরিপানার নিচে

গাজীপুরের কালীগঞ্জে সুমন কস্তা (৪৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, বন্ধু নন্দন ডি কস্তা (৪২) তাকে হত্যা করে লাশ কচুরিপানা নিচে লুকিয়ে রেখে পালিয়েছে।  

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

নিহত সুমন কস্তা উপজেলার তুমলিয়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের মৃত সুকণ্ঠ কস্তার ছেলে। অভিযুক্ত নন্দন ডি কস্তা একই গ্রামের মৃত গিলবার্ট ডি কস্তার ছেলে। 

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে নন্দন ডি কস্তার ঘরের বারান্দায় এ হত্যাকাণ্ড ঘটে। সুমনকে উপুর্যপরি ছুরিকাঘাত করে নন্দন। পরে পাশের ডোবার কচুরিপানার নিচে লাশ রেখে পালিয়ে যায়। স্থানীয়রা ডোবায় মরদেহ দেখতে পেয়ে বিষয়টি ইউপি সদস্য সাগর রোজারিওকে জানান। তিনি তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ থানায় খবর দেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানিয়েছেন, সংবাদ পেয়ে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাচ্ছে পুলিশ।

ওসি আরো জানান, সুমনের সমস্ত শরীরে আঘাতের চিহ্ন আছে। হত্যার পর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকারীকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

ঢাকা/রফিক সরকার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়