ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের হাইকমিশনারকে নয়াদিল্লির তলব

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ২৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২৩:১৫, ২৩ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের হাইকমিশনারকে নয়াদিল্লির তলব

ছবি: সংগৃহীত

দুই দেশে চলমন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে আবার তলব করল ভারতের পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় সংবাদমাধ্যম এপিবি ইন্ডিয়া জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে চায়ের আমন্ত্রণ দিয়ে তাকে তলব করা হয়।

আরো পড়ুন:

সংবাদমাধ্যমটি লিখেছে, বাংলাদেশ হাইকমিশনারকে তলব করে ঢাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়। কাংলাদেশে ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তার বিষয় দিল্লির উদ্বেগ সম্পর্কে তাকে অবহিত করা হয়।

মঙ্গলবারই ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বাংলাদেশ ও ভারতে দুই দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্যের চার দিন পার হচ্ছে। উভয় দেশের মানুষ প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়া জানাচ্ছে। ফলে কূটনীতিতে তার ঝাঁঝ বেড়েই চলেছে।

মঙ্গলবার ঢাকা-দিল্লিতে দুই দেশের হাইকমিশনারকে তলবের মধ্য দিয়ে গত ১০ দিনে চার দফায় এই ঘটনা ঘটল। হাইকমিশনারদের ডেকে নিজ নিজ দেশের পক্ষে কূটনীতিকদের নিরাপত্তা, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখা এবং বিদ্বেষী বক্তব্য-বিবৃতি থেকে বিরত থাকার পাশাপাশি উভয় দেশ তাদের উদ্বেগের কথা তুলে ধরে তাদের সতর্ক করেছে।

ঢাকা/শাহেদ/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়