ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে আ.লীগ ও সহযোগী সংগঠনের ২৭ নেতাকর্মীর পদত্যাগ 

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ২৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:৪৭, ২৩ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে আ.লীগ ও সহযোগী সংগঠনের ২৭ নেতাকর্মীর পদত্যাগ 

গোপালগঞ্জে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এবং এর সহযোগী সংগঠনগুলোর ২৭ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) ও মঙ্গলবার (২৩ ডিসেম্বর) টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাব ও মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।

আরো পড়ুন:

পদত্যাগকারী নেতারা হলেন—টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী আশরাফুল ইসলাম টিটো, ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি আব্দুস সাত্তার শেখ, সহ-সভাপতি মো. ইলিয়াস শেখ (ইলি), যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলার খান্দার পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মো. কাবুল শেখ, শ্রমবিষয়ক সম্পাদক ইদ্রিস শেখ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মো. হাফিজুর রহমান, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বিকাশ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পটু লস্কর, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মোল্যা, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান চুন্নু, সাধারণ সম্পাদক নাসির শেখ, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দীন খন্দকার আলো, সদস্য খন্দকার ইমাম হোসেন ও নিরোদ বিশ্বাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজাদ শেখ ও সদস্য রাসেল শেখ, খান্দারপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ মো. ইমারত শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন শেখ, সহ-সভাপতি বৃন্দাবন বিশ্বাস, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল শেখ, শ্রমিক লীগের সহ-সভাপতি মো. ইমারত খোন্দকার, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন রাকিব, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার ফকির এবং সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।

মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী আশরাফুল ইসলাম টিটো। 

তিনি বলেন, আমি কখনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আমি ঢাকায় ব্যবসা করি। আমি জানতে পারি, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক পদ দেওয়া হয়েছে। কিন্তু, শারীরিক সমস্যার কারণে কখনো রাজনীতি করা হয়নি। আমার মাও খুবই অসুস্থ। ফলে, আমার পক্ষে রাজনীতি করা বা কোনো সংগঠনের সাথে থাকা সম্ভব নয়। ফলে, আমি স্বেচ্ছায় পৌর আওয়ামী লীগের সদস্যপদসহ সকল পদ থেকে পদত্যাগ করছি।

দুপুরে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি আব্দুস সাত্তার শেখ ও মো. ইলিয়াস শেখ (ইলি) এবং যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম।

লিখিত বক্তব্যে আব্দুস সাত্তার শেখ বলেন, ব্যক্তিগত কারণ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পদ থেকে পদত্যাগ করছি।

সহ-সভাপতি মো. ইলিয়াস শেখ বলেন, আমরা কখনো রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলাম না। আমাদেরকে যে কমিটিতে রাখা হয়েছিল, তা আমাদের জানা ছিল না। তাই, আমরা স্বেচ্ছায় পদত্যাগ করছি।  

যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম বলেন, আমি নিজেই জানি না যে, যুবলীগের কোনো কমিটিতে আমাকে সদস্য করা হয়েছে। তারপরও আমি রাজনীতি করতে চাই না। তাই, টুঙ্গীপাড়া প্রেস ক্লাবে উপস্থিত হয়ে গণমাধ্যমকর্মীদের সামনে যুবলীগের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী। 

১৪ জনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খন্দকার ইমাম হোসেন বলেন, মুকসুদপুরের খান্দার পাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে আমরা দায়িত্বরত ছিলাম। ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই।

এর আগের দিন সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মুকসুদপুরের খান্দার পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নেতা পদত্যাগ করেন। ৯ জনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. বিল্লাল শরীফ। 

তিনি বলেন, আমরা মুকসুদপুরের খান্দার পাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ছিলাম। ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। 

ঢাকা/বাদল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়