ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠান ছাড়লেন বিএনপির প্রার্থী পুতুল

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ২৩ ডিসেম্বর ২০২৫  
নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠান ছাড়লেন বিএনপির প্রার্থী পুতুল

নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক নির্বাচনি প্রচার চালাচ্ছেন ফারজানা শারমিন পুতুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসরণ করতেই এসব পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারজানা শারমিন পুতুল নিজেই। 

আরো পড়ুন:

সোমবার (২২ ডিসেম্বর) ফারজানা শারমিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, ক্যাপিটাল ল কলেজের গভর্নিং বডির সভাপতি, গ্রীন ডেল্টা লাইফ ইন্সুরেন্স লিমিটেড এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) স্বাধীন পরিচালক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

ফারজানা শারমিন পুতুল বলেছেন, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, এসব পদে থাকলে সে বিষয়ে নির্বাচন কমিশনে ব্যাখ্যা দেওয়া লাগতে পারে। এছাড়া, নির্বাচনি ব্যস্ততায় এসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত সময়ও দিতে পারব না। আমি চাই না, আমার ব্যস্ততার কারণে সে প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম বাধাগ্রস্ত হোক। তাই, সার্বিক দিক বিবেচনায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। সেইসঙ্গে সকলের দোয়া চাই।

নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন। ফারজানা শারমিন পুতুল দীর্ঘদিন ধরে আইন, শিক্ষা ও কর্পোরেট খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠানেগুলোতে তার পেশাগত ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। তবে, নির্বাচনে অংশগ্রহণে স্বচ্ছতা ও আইনি বাধ্যবাধকতা মানতে এসব দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।

ঢাকা/আরিফুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়