ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণঅধিকার পরিষদের ট্রাকে উঠলেন বিএনপির মনোনয়ন বঞ্চিত রাজা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ২৩ ডিসেম্বর ২০২৫  
গণঅধিকার পরিষদের ট্রাকে উঠলেন বিএনপির মনোনয়ন বঞ্চিত রাজা

গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র নিচ্ছেন হাসানুল ইসলাম রাজা।

বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে রাজনৈতিকভাবে নতুন অবস্থান নিলেন আলহাজ্ব মো. হাসানুল ইসলাম রাজা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক নিয়ে পাবনা-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাজা। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর (ভিপি নুর), কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

গণঅধিকার পরিষদ চাটমোহর উপজেলা কমিটির সাবেক সভাপতি সোহানুর রহমান সাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘পাবনা-৩ আসন (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন হাসানুল ইসলাম রাজা।’’

দলীয় সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজা বিএনপির ধানের শীষের পক্ষে মাঠে নেমে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালান। একইসঙ্গে তিনি এলাকায় ঘুষ, দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারীর বিরুদ্ধে অবস্থান নেন, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে কেন্দ্রীয় সিদ্ধান্তে কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিনকে পাবনা-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হলে স্থানীয় প্রার্থীর দাবিতে রাজা দলের বিরুদ্ধে গিয়ে আন্দোলনে নামেন। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি তাকে মনোনয়ন না দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন। এবং মনোনয়নপত্র সংগ্রহ করেন।  

এ প্রসঙ্গে হাসানুল ইসলাম রাজার সাথে কথা বলার জন্য মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি ফোন কল কেটে দেন। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হলে রাজনৈতিক মারপ্যাঁচে তার মনোনয়ন বাছাইকালে বাতিল হওয়ার আশঙ্কা আছে। এমন আশঙ্কা থেকে তিনি একটি দলের প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকা/শাহীন//

সর্বশেষ

পাঠকপ্রিয়