সৌদি আরবে সাগর থেকে দুই বাংলাদেশিকে উদ্ধার
সৌদি আরবে লোহিত সাগর থেকে দুই বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। নৌকাটি ডুবে যাওয়ার পরে মক্কা অঞ্চলের আল-লিথ গভর্নরেটের বর্ডার গার্ডের অনুসন্ধান ও উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করেছে। মঙ্গলবার সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানিয়েছে, একটি ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। তবে ওই বাংলাদেশিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
বর্ডার গার্ডের জেনারেল ডিরেক্টরেট নাবিকদের সামুদ্রিক নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করার এবং জাহাজের সমুদ্রযাত্রা কর্তৃপক্ষের কাছে নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
ঢাকা/শাহেদ