ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় বিএনপি নেতা হত্যায় চাচাতো ভাই গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ২৩ ডিসেম্বর ২০২৫  
পাবনায় বিএনপি নেতা হত্যায় চাচাতো ভাই গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতা বিরু মোল্লা হত্যা মামলার প্রধান আসামি জহুরুল মোল্লাকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‍্যাব পুলিশের হাতে তুলে দেয় র‌্যাব। মঙ্গলবারের ছবি।

পাবনার ঈশ্বরদী উপজেলার বিএনপি নেতা বিরু মোল্লা হত্যা মামলার প্রধান আসামি তার চাচাতো ভাই জহুরুল মোল্লাকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাকে নিয়ে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল এ তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি জানান, র‍্যাবের হাতে গ্রেপ্তারের পর জহুরুল মোল্লাকে ঈশ্বরদী থানা পুলিশের কাছে সোপর্দ করলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অভিযুক্ত আসামির তথ্য মতে সোমবার (২২ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা তার নিজ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২৬টি রিভলবারের গুলি, পাঁচটি শটগানের গুলি জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গত ১৭ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলায় কামালপুর গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধ ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন চাচাতো ভাই জহুরুল মোল্লার গুলিতে নিহত হন বিরু মোল্লা (৪৮)।

নিহত বীরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।

ঢাকা/শাহীন/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়