খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা বিএনপি নেতাদের কালো ব্যাজ ধারণ
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনায় বিএনপি কার্যালয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা নগর ও জেলা বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। কালো ব্যাজ ধারণ করেছেন দলীয় নেতাকর্মীরা। পাশাপাশি কোরআন তেলাওয়াত, বিশেষ দোয়া ও শোক সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে নেতাকর্মীরা খুলনা নগরীর কেডি ঘোষ রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন। তারা কালো পতাকা উত্তোলন করেন এবং কালো ব্যাজ ধারণ করেন। এরপর কোরআন তেলাওয়াত শুরু হয়।
নগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, “আজ জাতি এক অভিভাবক হারিয়েছে। জাতির এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়াকে প্রয়োজন ছিল। বিগত সরকার তাকে নির্যাতন করে জেলে দিয়েছিল। সেখানে বিষ দিয়ে তাকে ধিরে ধিরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।”
নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। দেশবাসী কখনোই ভাবেননি তিনি এতো তাড়াতাড়ি চলে যাবেন।” আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করে বেগম খালেদা জিয়ার দেশ গড়ার সপ্ন বাস্তবায়ন করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাতদিনের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা নগর ও জেলা বিএনপি। আগামী সাতদিন জেলার সব নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। পাশাপাশি দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে বিএনপি কার্যালয়ে।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ