ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরো এক দল

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২৯ ডিসেম্বর ২০২৫  
জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরো এক দল

জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মাওলানা আবদুল হালিম।

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের সাথে আরো একটি দল যুক্ত হবে। তবে দলটির নাম পরে জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের ইটিআই ভবনে আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মো. ইউনুস আলীর কাছে জামায়াত আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে মাওলানা আবদুল হালিম এই তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, “গতকাল ২টি দল যুক্ত হওয়ায় ১০ দলীয় জোট হয়। আরো একটি দলের সাথে আলোচনা হচ্ছে। আর ঢাকা-১৩ আসন জোটের মাওলানা মামুনুল হককে দেওয়া হয়েছে।”

এ সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুয়াবের, কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঢাকা উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়