ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বছর শেষে চমক দিলেন মিষ্টি জান্নাত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:৩৯, ২৯ ডিসেম্বর ২০২৫
বছর শেষে চমক দিলেন মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাত

ব্যক্তিগত জীবন, প্রেমের গুঞ্জন ও নানা বিষয়ে মন্তব্য করে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ঢাকাই সিনেমার নায়িকা মিষ্টি জান্নাত। বিশেষ করে চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে দেওয়া তার বক্তব্যের কারণে একাধিকবার শিরোনাম হয়েছেন। বছরের শেষ মুহূর্তে চমকপ্রদ খবর দিলেন এই অভিনেত্রী।  

সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিষ্টি জান্নাত জানান, নতুন বছরে তার ব্যস্ততা আরো বাড়ছে। কেবল তাই নয়, বলিউডের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলেও জানান এই নায়িকা। 

আরো পড়ুন:

তবে সিনেমার নাম এখনই খোলাসা করতে চান না মিষ্টি জান্নাত। এ অভিনেত্রীর ভাষায়—“আমি মোট চারটি সিনেমায় সাইন করেছি। নতুন বছরের ২ জানুয়ারি থেকেই আবার শুটিং শুরু হচ্ছে। আপাতত কোনো সিনেমার নাম বলছি না। তবে নতুন বছরে আমার এমন কিছু লুক আসবে, যা দেখে দর্শকরা অবাক হবেন।” 

সিনেমার পাশাপাশি ভিন্ন কিছু কাজ নিয়েও পরিকল্পনার কথা জানান মিষ্টি জান্নাত। তিনি বলেন, “নতুন বছরে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবে। এর বাইরে আমার পার্লার ও বিভিন্ন প্রতিষ্ঠানের লঞ্চিং কার্যক্রম রয়েছে। তবে এসবের সঙ্গে আরো একটি বিশেষ কাজ যোগ হয়েছে, আমি একটি বলিউড সিনেমায় কাজ করতে যাচ্ছি। সব মিলিয়ে নতুন বছরে দর্শকরা আমাকে নানা রূপে দেখতে পাবেন।” 

বলে রাখা ভালো, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর থেকে চলচ্চিত্র ও ওয়েব ফিল্মে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার দন্ত চিকিৎসক হিসেবেও পরিচিত।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়