ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃদ্ধাকে গলা কেটে হত্যা, প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছিলেন প্রতিবেশীর বাড়ি

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ২৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:২৭, ২৯ ডিসেম্বর ২০২৫
বৃদ্ধাকে গলা কেটে হত্যা, প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছিলেন প্রতিবেশীর বাড়ি

হত্যার রহস্য উদঘাটনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরেজমিনে তথ্য সংগ্রহ করছেন।

পাবনার বেড়া উপজেলায় ঘরে ঢুকে রহিমা খাতুন (৯০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায়  উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নতুন পেঁচাকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

রহিমা খাতুন ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের স্ত্রী। তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলের জননী এবং কবিরাজি পেশায় জড়িত ছিলেন।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে গলা কাটা অবস্থায় চিৎকার দিয়ে দৌড়ে প্রতিবেশী আব্দুল হানিফের বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়েন রহিমা। রক্তাক্ত ও গলা কাটা অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এলাকাবাসীর ধারণা, ডাকাতির উদ্দেশে বৃদ্ধার ওপর এই হামলা করা হয়েছে। তার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়েছে। হয়তো অপরাধীদের চিনে ফেলায় এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে।

বেড়া মডেল থানার ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার রহস্য উদঘাটনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরেজমিনে তথ্য সংগ্রহ করছেন। এ ঘটনায় নিহতের বড় ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে বেড়া মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।’’

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়