ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকরি প্রত্যাশী নয়, উদ্যোক্তামুখী প্রজন্ম গড়ে তুলতে হবে: বাকৃবি উপাচার্য

বাকৃবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ২৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:১৭, ২৯ ডিসেম্বর ২০২৫
চাকরি প্রত্যাশী নয়, উদ্যোক্তামুখী প্রজন্ম গড়ে তুলতে হবে: বাকৃবি উপাচার্য

'চাকরির বাজার সীমিত হওয়ায় তরুণদের সমস্যা সমাধানে চিন্তা ও উদ্যোক্তামুখী মানসিকতা গড়ে তোলার এখনই সময়', এমন মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

তিনি বলেন, “শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ তৈরি হলে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রস্তুত করতে পারবে।”

আরো পড়ুন:

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ‘পেশা হিসেবে উদ্যোক্তা হওয়া’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্যোক্তাকে পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সেমিনারটির আয়োজন করে অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)। এ বছর ৬ষ্ঠ বারের মতো 'আহকাব আন্তর্জাতিক এক্সপো-২০২৬' আয়োজন করেছে সংগঠনটি।

উপাচার্য আরো বলেন, “বর্তমানে দেশের হেলথ কোম্পানিগুলো শুধু ওষুধ উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নেই; প্রাণিস্বাস্থ্য ব্যবস্থাপনা, নিউট্রিশনাল পণ্য, ভ্যাকসিন উৎপাদন এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার মতো খাতেও কাজ করছে। এসব খাতে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বড় ধরনের সম্ভাবনা রয়েছে।”

হেলথ কোম্পানিগুলোর উদ্দেশ্যে উপাচার্য বলেন, “খামারিদের জন্য কম খরচে কার্যকর ও মানসম্মত সেবা নিশ্চিত করতে পারলে উৎপাদন বাড়বে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতি উপকৃত হবে।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহকাবের সভাপতি সায়েম উল হক। তিনি বলেন, “উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা করা নয় বরং সমস্যা শনাক্ত করে তা সুযোগে রূপান্তর করা।”

বর্তমান শিক্ষা ব্যবস্থা মূলত চাকরির প্রস্তুতি তৈরি করে উল্লেখ করে তিনি আরো বলেন, “উদ্যোক্তা তৈরির জন্য সর্বস্তরে মানসিকতার পরিবর্তন জরুরি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য ড. মো. বাহানুর রহমান, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, ফিশারিজ অনুষদের ডিন ড. মো. রফিকুল ইসলাম সরদার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দিন এবং ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওহেদুল আলম।

সেমিনারে সভাপতিত্ব করেন ৬ষ্ঠ আহকাব আন্তর্জাতিক এক্সপো-২০২৬ এর আইটি ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক ও আহকাবের সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ রাশেদুল জাকির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহকাবের কোষাধ্যক্ষ ও ৬ষ্ঠ আহকাব আন্তর্জাতিক এক্সপো-২০২৬ এর আইটি ও মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব ডা. মো. মোজাম্মেল হক খান।

ঢাকা/লিখন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়