ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্পা সেন্টারে পুরুষ থেরাপিস্ট দেখে হতবাক নারী

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ২৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১০:২৮, ২৮ ডিসেম্বর ২০২৫
স্পা সেন্টারে পুরুষ থেরাপিস্ট দেখে হতবাক নারী

ছবি: চ্যাটজিপিটির সাহায্যে তৈরি

চীনের একটি স্পা সেন্টারে ম্যাসাজ নিতে গিয়ে অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হন এক নারী গ্রাহক। তিনি ভেবেছিলেন, তার জন্য একজন নারী থেরাপিস্টই নির্ধারিত থাকবেন। কিন্তু পরে যে ঘটনা ঘটে তাতে তিনি চমকে যান।

চীনের চাংশা শহরের ‘Yushiman Hi-tech Anti-ageing Centre’এ ঘটনাটি ঘটেছে। হুয়াং নামের এক নারী ম্যাসাজ গ্রহণ করার জন্য গিয়েছিলেন। তিনি উপুর হয়ে শুয়ে মেরুদণ্ড ও ঘাড়ে ম্যাসাজ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। প্রথমে একজন নারী ম্যানেজার আসেন তারপরেই কেবিনে প্রবেশ করেন পুরুষ থেরাপিস্ট। চমকে যান হুয়াং। তিনি বলেন, ‘‘পুরুষ থেরাপিস্ট-এর কাছ থেকে ম্যাসাজ নেবো না।’’

আরো পড়ুন:

ওই নারী আরও বলেন, ‘‘নারীদেরকে পুরুষ থেরাপিস্টরা থেরাপি দেবেন, এটা অযৌক্তিক।’’—এ কথা বলায় ওই নারী স্পা সেন্টারের ম্যানেজারের কটাক্ষের শিকার হন। ম্যানেজার ওই নারীকে কটাক্ষ করে বলেন, ‘‘তুমি অজ্ঞ, তাই জানো না যে ফুট স্পা-গুলোতেও পুরুষ থেরাপিস্ট নারীদের সেবা দেন।’’

ম্যানেজারের মন্তব্য শুনে ওই নারী অসম্মানিত বোধ করেন। এবং স্পা সেন্টার থেকে ম্যাসাজ না নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর বলেন, ‘‘আমাকে ম্যাসাজ নিতে বাধ্য করা হলে আমি পুলিশকে জানাবো।’’ এ কথা শুনে ম্যানেজার শেষ পর্যন্ত একজন নারী থেরাপিস্ট পাঠাতে রাজি হন।

ম্যানেজার স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘‘পুরুষ থেরাপিস্ট পাঠানোর কারণ ছিল যে হুয়াং স্পষ্টভাবে নারীর থেরাপিস্ট চাইছেন বলে উল্লেখ করেননি।’’ 

সূত্র: এনডিটিভি

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়