ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ২৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৪:৩৩, ২৮ ডিসেম্বর ২০২৫
৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

সরকার ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে। এ সংক্রান্ত গেজেট গত ২৪ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে। এর আগে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২ এর ৬(গ) ধারা এবং রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১ তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে এসব সনদ বাতিল করা হয়েছে।

আরো পড়ুন:

জামুকা সূত্র জানায়, যাচাই-বাছাইয়ে প্রমাণ হয়েছে, সনদ বাতিল হওয়া ব্যক্তিরা প্রকৃত মুক্তিযোদ্ধা নন। তারা বিভিন্ন ক্যাটাগরির নাম ব্যবহার করে মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহ করেছিলেন।

সনদ বাতিল হওয়া তালিকায় বেসামরিক নাগরিক, ভারতীয় তালিকাভুক্ত ব্যক্তি, লালমুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহীদ পুলিশ বাহিনীর নামেও মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত ব্যক্তিরা ছিলেন। 

সূত্র আরো জানায়, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা/এএএম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়