ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেলবোর্নের পিচকে ‘অসন্তোষজনক’ ঘোষণা আইসিসির, পেল ডিমেরিট পয়েন্ট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২৯ ডিসেম্বর ২০২৫  
মেলবোর্নের পিচকে ‘অসন্তোষজনক’ ঘোষণা আইসিসির, পেল ডিমেরিট পয়েন্ট

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের চতুর্থ টেস্টে ব্যবহৃত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) পিচকে ‘অসন্তোষজনক’ (আনস্যাটিসফ্যাকটোরি) হিসেবে রেটিং দিয়েছে আইসিসি। এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারিজের সদস্য জেফ ক্রো এই রায় দেন। এর ফলে আইসিসির পিচ ও আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ার আওতায় এমসিজি পেয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ম্যাচ রেফারি জেফ ক্রো বলেন, “এমসিজির পিচটি অতিরিক্তভাবে বোলারদের পক্ষে ছিল। প্রথম দিনেই পড়েছে ২০ উইকেট, দ্বিতীয় দিনে আরও ১৬টি। পুরো ম্যাচে কোনো ব্যাটসম্যানই অর্ধশতক স্পর্শ করতে পারেননি। আইসিসির নির্দেশিকা অনুযায়ী এই পরিস্থিতিতে পিচটিকে ‘অসন্তোষজনক’ হিসেবে বিবেচনা করা হয়েছে এবং তাই ভেন্যুটিকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।”

আরো পড়ুন:

এই টেস্টে শুরু থেকেই বোলারদের বল আধিপত্য বিস্তার করে। তাতে ব্যাটসম্যানদের জন্য টিকে থাকা হয়ে পড়ে দুষ্কর। ফলে ম্যাচের ভারসাম্য নষ্ট হয় বলেই মনে করছে আইসিসি ম্যাচ রেফারির প্যানেল।

আইসিসির পিচ ও আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়া হয় যেভাবে:
কোনো পিচ বা আউটফিল্ড মানসম্মত না হলে সংশ্লিষ্ট ভেন্যুকে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। ‘অসন্তোষজনক’ রেটিং পেলে ভেন্যু পায় ১ ডিমেরিট পয়েন্ট। পিচকে ‘অযোগ্য’ (আনফিট) ঘোষণা করা হলে দেওয়া হয় ৩ ডিমেরিট পয়েন্ট। ডিমেরিট পয়েন্ট পাঁচ বছরের একটি চলমান সময়সীমার মধ্যে কার্যকর থাকে। কোনো ভেন্যুর ডিমেরিট পয়েন্ট ৬ হলে, সেখানে ১২ মাস আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন স্থগিত থাকবে। আর ডিমেরিট পয়েন্ট ১২ ছুঁলে, সেই ভেন্যুতে ২৪ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন নিষিদ্ধ করা হবে।

আইসিসির এই রেটিং এমসিজির মতো ঐতিহ্যবাহী ভেন্যুর জন্য অবশ্যই একটি সতর্কবার্তা। ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে পিচ প্রস্তুতিতে আরও ভারসাম্য আনতে হবে- এমন বার্তাই স্পষ্ট করে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়