ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপিএল খেলতে আসা ৭ ক্রিকেটার পাকিস্তান দলে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ২৮ ডিসেম্বর ২০২৫  
বিপিএল খেলতে আসা ৭ ক্রিকেটার পাকিস্তান দলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা চলছে। বরাবরের মতো এবারও বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের চাহিদা শীর্ষে। অংশগ্রহণকারী ৬ ফ্র্যাঞ্চাইজি পাকিস্তান থেকে একাধিক ক্রিকেটারকে দলে টেনেছে। তাদের মধ্যে তারকা ক্রিকেটারও রয়েছে। রয়েছেন প্রতিশ্রুতিশীল ক্রিকেটারও।

খেলতে আসা ক্রিকেটারদের মধ্যে ৭ জন পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন। আগামী বছরের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ডাম্বুলায় ৭, ৯ ও ১১ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সফরের স্কোয়াড আজ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আরো পড়ুন:

রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসা ফাহিম আশরাফ ও খাজা নাফাই দলে ডাক পেয়েছেন। খাজা নাফাই প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলা মোহাম্মদ নওয়াজ ও শাহিবজাদা ফারহানও সুযোগ পেয়েছেন। তারা দুজনই টি-টোয়েন্টি দলের নিয়মিত ক্রিকেটার।

এছাড়া ঢাকা ক্যাপিটালসে আছেন সালমান মির্জা ও উসমান খান। সিলেট টাইটান্সে আছেন সাইম আইয়ুব। জাতীয় টি-টোয়েন্টি দলে নিয়মিত খেলছেন তারা।

২ জানুয়ারি পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে বিপিএলের ম্যাচ। ফ্র্যাঞ্চাইজিদের থেকে পাওয়া তথ্য মতো, এই ৭ ক্রিকেটার সিলেট পর্ব পর্যন্ত বিপিএলে থাকবেন। এরপর জাতীয় দলে যোগ দিতে পাকিস্তান ফিরবেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর তাদের প্রয়োজন হলে আবার যুক্ত করা হবে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়