হল অব ফেমে ব্রেট লি
অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসে আরেকটি গৌরবময় অধ্যায় যুক্ত হলো। গতিময় বোলিং, আগুনঝরা স্পেল আর মাঠের ভেতর-বাইরের প্রাণবন্ত উপস্থিতিতে যিনি দর্শকদের মুগ্ধ করেছেন; সেই ব্রেট লি এবার স্থান পেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমের চেয়ারম্যান পিটার কিং, যা নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নিজেদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ক্রিকেট অস্ট্রেলিয়া ব্রেট লির প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখে, “জয়ী মানসিকতার প্রতীক, হাতে বল থাকলে ঝড়, আর সব ফরম্যাটেই প্রকৃত বিনোদনদাতা। ব্রেট লি এখন অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমের নতুন সদস্য।”
সংখ্যায় ব্রেট লির বর্ণাঢ্য ক্যারিয়ার:
১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর খুব দ্রুতই অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর পেস আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র হয়ে ওঠেন ব্রেট লি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; তিন ফরম্যাটেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।
টেস্ট ক্রিকেটে ৭৬ ম্যাচে তার শিকার ৩১০ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিনি অষ্টম। গড় ছিল ৩০-এর সামান্য ওপরে, ইকোনমি ৩.৪৬। ক্যারিয়ারে ১০টি পাঁচ উইকেটের ইনিংস, যার সেরা বোলিং ৫/৩০।
ওয়ানডেতে গতির জাদুকর:
সীমিত ওভারের ক্রিকেটে ব্রেট লি ছিলেন আরও বিধ্বংসী। ২২১টি ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৩৮০। যা এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার। নতুন বল হাতে দ্রুত আঘাত হানার ক্ষমতা তাকে বানিয়েছিল প্রতিপক্ষের দুঃস্বপ্ন। ওয়ানডেতে তার নামের পাশে রয়েছে ১৪টি চার উইকেট ও ৯টি পাঁচ উইকেটের কীর্তি।
ক্যারিয়ারের শেষভাগে টি-টোয়েন্টিতেও নিজের ছাপ রাখেন লি। ২৫ ম্যাচে নেন ২৮ উইকেট, ইকোনমি ৭.৮৬। সব মিলিয়ে ৩২২ আন্তর্জাতিক ম্যাচে তার উইকেট ৭১৮টি; অস্ট্রেলিয়ার ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ।
শুধু বোলার নন, কার্যকর ব্যাটসম্যানও:
নিচের দিকে নেমে ব্যাট হাতেও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ব্রেট লি। আন্তর্জাতিক ক্রিকেটে তার সংগ্রহ ২,৭২৮ রান, রয়েছে আটটি হাফসেঞ্চুরি।
শিরোপা আর গৌরব:
ব্রেট লির ক্যারিয়ার শুধু ব্যক্তিগত কৃতিত্বে ভরা নয়, দলগত সাফল্যেও সমৃদ্ধ। তিনি জিতেছেন তিনটি বড় আইসিসি ট্রফি- ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপ এবং ২০০৬ ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি।
কিংবদন্তিদের কাতারে ব্রেট লি:
হল অব ফেমে অন্তর্ভুক্তির মাধ্যমে ব্রেট লি যোগ দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের অমর সব নামের পাশে। ডন ব্র্যাডম্যান, রিকি পন্টিং, শেন ওয়ার্ন, ডেনিস লিলি, স্টিভ ওয়াহ, অ্যালান বর্ডার, গ্লেন ম্যাকগ্রা, চ্যাপেল ভ্রাতৃদ্বয়, মাইকেল হাসি, মার্ক টেলর, বেলিন্ডা ক্লার্ক, লিসা স্তালেকার; এমন অসংখ্য কিংবদন্তির সারিতে এখন শোভা পাচ্ছে ব্রেট লির নামও।
গতি, আগ্রাসন আর বিনোদনের নিখুঁত মেলবন্ধনের নাম ব্রেট লি। অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেমে তার অন্তর্ভুক্তি যেন সেই দীর্ঘ ক্যারিয়ারেরই স্বীকৃতি, যে ক্যারিয়ার ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে চিরকাল দাগ কেটে থাকবে।
ঢাকা/আমিনুল