ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদি হত্যার বিচার দাবিতে সিলেটে অবরোধ, আটকা পড়ে বিপিএলের টিম বাস

সিলেট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:৩৯, ২৮ ডিসেম্বর ২০২৫
হাদি হত্যার বিচার দাবিতে সিলেটে অবরোধ, আটকা পড়ে বিপিএলের টিম বাস

আধিপত্যবাদবিরোধী আন্দোলনের কর্মী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সিলেটে সর্বাত্মক অবরোধ পালন করা হচ্ছে। এতে সিলেট শহরের চৌহাট্টা ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের টিম বাস। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ২টায় সিলেট শহরের চৌহাট্টা পয়েন্টে ইনকিলাব মঞ্চের সিলেট জেলা শাখা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি শুরু হয়। অবরোধের কারণে চৌহাট্টা এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, চৌহাট্টা থেকে বন্দর বাজার, নয়া সড়ক, রিকাবী বাজার ও আম্বরখানা সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। অনেক যানবাহন দীর্ঘ সময় আটকে থাকায় অফিসগামী মানুষ, রোগী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী জামিল আহমদ বলেন, “শহিদ শরিফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত হয়নি। বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

কর্মসূচিতে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

অবরোধ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চৌহাট্টা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

ঢাকা/রাহাত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়