ঢাকা     শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপিএলের বিলম্বিত চমক ‘হীরাখচিত ট্রফি’, দাম ২৫ হাজার ডলার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৭, ২৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০২:৫১, ২৭ ডিসেম্বর ২০২৫
বিপিএলের বিলম্বিত চমক ‘হীরাখচিত ট্রফি’, দাম ২৫ হাজার ডলার

যদি বলা হয় শূন্য হাতে শুরু হয়েছে বিপিএলের দ্বাদশ আসর; তাহলে কি বড্ড ভুল হবে? হওয়ার কথা নয়। কোটি-কোটি টাকার টুর্নামেন্ট শুরু হলো অথচ অফিসিয়াল ফটোসেশন হয়নি, না হয়েছে টুর্নামেন্টের আগে ক্যাপ্টেনন্স মিট।

২৬ ডিসেম্বর শুরু হওয়া বিপিএলের উদ্বোধনীতে ছিল কিছুটা রঙ। কিন্তু প্রচার ও প্রসারের জন্য দেখা যায়নি কিছুই। মনে হচ্ছিল আয়োজকদের প্রস্তুতিও নেই।

আরো পড়ুন:

কড়া সমালোচনা যখন চারদিক থেকে আসছিল, তখনই বিপিএল গভর্নিং কাউন্সিল এক চমক নিয়ে হাজির করল। বিলম্বে হলেও তারা জানাল, দুবাইয়ের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করা হচ্ছে দামি ট্রফি। চড়া মূল্যের ট্রফিটি টুর্নামেন্টের মাঝামাঝি হাতে পাবে বিসিবি।

গভর্নিং কাউন্সিলের তথ্য অনুযায়ী, আকর্ষণীয় ব্যাপার হচ্ছে- এই প্রথমবারের মতো হীরাখচিত ট্রফি আসছে বিপিএলের জন্য। আর ট্রফিটি বাবদ বিসিবিকে গুনতে হচ্ছে ২৫ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ৩০ লাখ টাকারও বেশি। সেই সঙ্গে শিপিং খরচ ও কাস্টমস মিলিয়ে আরো ৫ লাখ টাকার মতো খরচ হচ্ছে।

বিসিবি সহাসভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সাখাওয়াত হোসেন বলেছেন, ‘‘আগের ট্রফিটা তো অনেক দিন চলেছে। আমরা বদল আনতে চেয়েছি। দিস ইজ এক্সিলেন্ট ট্রফি। দুটি ট্রফি আনছি আমরা। একটি দিয়ে দেব (চ্যাম্পিয়ন দলকে), আরেকটি রেখে দেব বিসিবিতে।”

‘‘যে ট্রফিটা আগে ছিল, ওটা অনেক গতানুগতিক ট্রফি। ওটা বদলে নতুন একটা ট্রফি আনা হয়েছিল, তবে তা নট আপ টু দা মার্ক। সেজন্য পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই আমাদের হাতে আসবে.” যোগ করেন তিনি।

বিসিবি পরিচালক ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন ট্রফির দামও প্রকাশ করে দিয়েছেন। তিনি বলেছেন, “বিপিএলের যে ট্রফিটা অর্ডার করা হয়েছে, ওটা ডায়মন্ড স্টাডেড (হীরাখচিত) ট্রফি। ২৫ হাজার মার্কিন ডলার দাম। ওটা পেতে আমাদের একটু দেরি হচ্ছে। তবে ট্রফিটা দেখে আপনাদের ভালো লাগবে।”

রং ছড়িয়ে আর বেলুন উড়িয়ে উদ্বোধন হয়েছে বিপিএলের নতুন আসরের। উদ্বোধনের আগে শহীদ শরিফ ওসমান হাদির জন্য পালন করা হয় এক মিনিট নীরবতা। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের পর গাওয়া হয় জাতীয় সংগীত। প্রথম দিনে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনও রাখা হয়।

ঢাকা/ইয়াসিন/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়