তারেক রহমানের কাছে চলচ্চিত্র পরিচালকের প্রত্যাশা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিন চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। দীপন তার স্ট্যাটাসে জানিয়েছেন, তারেক রহমান শুধু রাজনৈতিক নেতা নন, তিনি প্রাণিপ্রেমীও। তিনি ব্যক্তিগতভাবে পোষা প্রাণী যেমন: বিড়াল, কুকুর, সাপসহ সব ধরনের প্রাণীর জীবনরক্ষায় আগ্রহী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে ‘ঢাকা অ্যাটাক’খ্যাত এই নির্মাতা বলেন, “আজ তারেক রহমান আসছেন, যিনি প্রাণী ভালোবাসেন। সেটা তার পোষা জেবুকে বিড়ালকে বিদেশ থেকে নিয়ে আসছেন- সে কারণে বলছি না। আদনান আজাদ আমাকে বলেছে, ‘তারেক রহমান বিড়াল, কুকুর, সাপসহ প্রতিটা প্রাণীর জীবনরক্ষায় ব্যক্তিগতভাবে আগ্রহী।’ প্রাণীদের প্রতি আমারও খানিকটা ভালোবাসা আছে।”
তারেক রহমানের কাছে প্রত্যাশা জানিয়ে দীপঙ্কর দীপন বলেন, “আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বাংলাদেশে পথকুকুর-ভাসমান বিড়ালসহ বিভিন্ন পশু-পাখির জন্য সম্পূর্ণ আধুনিক ফ্রি হাসপাতালের একটি চেইন তৈরি হোক, প্রতিটি জেলায় যার শাখা থাকবে। তারেক ভাই, যদি নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন, তাহলে আপনার কাছে আমার এই প্রত্যাশা থাকল। আরো অনেক কিছু আপনাকে ঠিক করতে হবে- সেই কথা আপনাকে অনেকেই বলবেন।”
ঢাকা/রাহাত/শান্ত