ঢাকা     শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত ১৪ বছরের সূর্যবংশী

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২২, ২৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২৩:২৫, ২৬ ডিসেম্বর ২০২৫
সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত ১৪ বছরের সূর্যবংশী

বিশ্ব ক্রিকেটের রেকর্ড বই ওলটপালট করে দেওয়া ১৪ বছর বয়সী ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশীর মুকুটে যুক্ত হলো আরও একটি সোনালী পালক। ক্রীড়াক্ষেত্রে অভূতপূর্ব ও অসামান্য অবদানের জন্য ভারতের সম্মানজনক ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে’ ভূষিত হয়েছেন এই কিশোর তুর্কি। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক মহিমান্বিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৈভবের হাতে শিশুদের জন্য সর্বোচ্চ এই রাষ্ট্রীয় সম্মান তুলে দেন।

৫ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে যারা মেধা ও কৃতিত্বে দেশসেরা হয়, ভারত সরকার প্রতি বছর তাদের এই নাগরিক সম্মান প্রদান করে। মূলত ২০২৫ সালে মাঠের ভেতরে বৈভবের অতিমানবীয় পারফরম্যান্সই তাকে এই মর্যাদাপূর্ণ মঞ্চে নিয়ে এসেছে।

আরো পড়ুন:

বৈভব সূর্যবংশী নামটা প্রথম বিশ্ববাসীর নজরে আসে গত বছর, যখন মাত্র ১৩ বছর বয়সে আইপিএলের মেগা নিলামে দল পেয়ে তিনি ইতিহাস গড়েছিলেন। আইপিএল অভিষেকে নিজের ফেস করা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে জানান দিয়েছিলেন- তিনি দীর্ঘ রেসের ঘোড়া। তবে এখানেই থেমে থাকেননি এই বাঁ-হাতি ব্যাটার।

মাত্র ১৪ বছর ১০০ দিন বয়সে যুব ওয়ানডেতে সেঞ্চুরি করে বিশ্বের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেন বৈভব। তিনি ভেঙে দেন বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (১৪ বছর ২৪১ দিন) দীর্ঘদিনের রেকর্ড।

যুব ওয়ানডেতে পাকিস্তানের কামরান গুলামের রেকর্ড ভেঙে মাত্র ৫২ বলে শতরান পূর্ণ করেন তিনি।

সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে মধ্যপ্রদেশের বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। যা পুরুষদের সিনিয়র লিস্ট ‘এ’ ক্রিকেটে কনিষ্ঠতম সেঞ্চুরির বিশ্বরেকর্ড।

একই ম্যাচে ৮৪ বলে ১৯০ রানের ইনিংস খেলার পথে মাত্র ৫৯ বলে ১৫০ রান পূর্ণ করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দেড়শ রানের বিশ্বরেকর্ড গড়েন তিনি। তার এই টর্নেডো ইনিংসের ওপর ভর করে বিহার ৫৭৪ রান সংগ্রহ করে, যা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় ইনিংস।

মাত্র ১৪ বছর বয়সেই বৈভব যেভাবে রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করছেন, তা এক কথায় অবিশ্বাস্য। আইপিএলের নিলাম থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবনের রাষ্ট্রীয় সম্মান- বৈভবের এই উল্কাগতিতে উত্থান কেবল ভারতীয় ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটের আগামীর দিগন্তকেও স্পষ্ট করছে।

রাষ্ট্রীয় এই স্বীকৃতি পাওয়ায় বৈভবকে অভিনন্দন জানিয়েছেন ভারতের ক্রীড়া ও রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশেষজ্ঞ মহলের মতে, বৈভব সূর্যবংশী কেবল একজন প্রতিভাধর কিশোর নন, তিনি আধুনিক ক্রিকেটের এক নতুন বিপ্লবের নাম। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়