মাত্র ১৪ বছর বয়সেই সূর্যবংশীর ছক্কার বিশ্বরেকর্ড
১৪ বছর বয়স। এ বয়সে অনেকেই ব্যাট হাতে ক্রিকেটের বুনিয়াদি শিখছে। কিন্তু ভারতের কিশোর প্রতিভা বৈভব সুর্যবংশী ইতোমধ্যেই লিখে ফেলেছেন ইতিহাসের নতুন অধ্যায়। মাত্র দশ ইনিংসে যুব ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
আজ বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় যুব ওডিআই চলছিল ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে। বাঁহাতি ব্যাটার বৈভব যখন আকাশচুম্বী এক স্ট্রেইট সিক্স মারলেন, তখনই ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেললেন। সেটিই ছিল তার ক্যারিয়ারের ৩৯তম ছক্কা। এক দশকেরও বেশি সময় ধরে উন্মুক্ত চাঁদের দখলে থাকা রেকর্ড ভেঙে দিলেন মুহূর্তেই।
চাঁদ যেখানে ২১ ইনিংস খেলেছিলেন এই মাইলফলক ছোঁয়ার জন্য, বৈভব সেখানে পৌঁছে গেছেন অর্ধেক সময়েরও কমে। বয়স মাত্র ১৪, অথচ পরিসংখ্যান যেন বলছে— এ ছেলে ভবিষ্যতের ঝড়।
বৈভবের ইনিংস ছিল ৭০ রানের এক দুর্দান্ত প্রদর্শনী। ৬৮ বলে ৫ চার ও ৬ ছক্কায় সাজানো এই ইনিংসের শুরুটা ছিল ধীরস্থির। প্রথম ১০ ওভারে করেছিলেন মাত্র ২০ রান। কিন্তু পাওয়ার প্লে শেষে গতি বাড়িয়ে তোলেন তিনি। হেইডেন শিলার আর জন জেমসের বোলিংয়ের সামনে ঝড় তুললেন সিগনেচার পুল শট ও বিশাল সব সিক্সে।
অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম যুব ওডিআই ফিফটির কিছু পরেই তিনি আউট হন। কিন্তু ততক্ষণে ভারতের রান পৌঁছে গেছে শক্ত ভিতের ওপর। শেষ পর্যন্ত অলআউট হয় ৩০০ রানে।
বৈভবের রেকর্ড ইনিংসের পাশাপাশি ইয়শ দেশমুখ (৭০ বলে ৭০) ও অভিনয় কুন্ডু (৬৪ বলে ৭১) খেলেছেন কার্যকরী ইনিংস। তিনজনের ব্যাটেই ভারত গড়েছে বড় সংগ্রহ, আর ম্যাচটিও রূপ নিয়েছে হাই-স্কোরিং লড়াইয়ে।
এক কিশোরের এমন বিস্ফোরণ স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাত্র ১৪ বছর বয়সে এমন পরিণত ইনিংস খেলা, রেকর্ড গড়া এবং এত অল্প সময়ে উন্মুক্ত চাঁদের মতো নামী তারকাকেও পেছনে ফেলা; সবই ইঙ্গিত দিচ্ছে, বৈভব সুর্যবংশী ভারতীয় ক্রিকেটের আগামী দিনের ভরসা হয়ে উঠতে পারেন।
ঢাকা/আমিনুল