ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইতিহাস গড়ে এসএ২০ তে সবচেয়ে দামী ক্রিকেটার ব্রেভিস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ৯ সেপ্টেম্বর ২০২৫  
ইতিহাস গড়ে এসএ২০ তে সবচেয়ে দামী ক্রিকেটার ব্রেভিস

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০ ২০২৫ এর নিলামে নতুন ইতিহাস রচনা করলেন ডেওয়াল্ড ব্রেভিস। মাত্র কয়েক মিনিটেই এডেন মার্করামের রেকর্ড ভেঙে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় হয়ে উঠেছেন এই তরুণ প্রোটিয়া তারকা।

নিলামে শুরু থেকেই ছিল উত্তেজনা। প্রিটোরিয়া ক্যাপিটালস আর জোহানেসবার্গ সুপার কিংস মরিয়া হয়ে লড়ছিলেন ব্রেভিসকে দলে টানার জন্য। শেষ পর্যন্ত প্রিটোরিয়া ক্যাপিটালস ১৬.৫০ মিলিয়ন র‍্যান্ড (প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা) খরচ করে তাকে নিজেদের করে নেয়।

আরো পড়ুন:

এর আগে স্বল্প সময়ের জন্য রেকর্ড গড়েছিলেন এইডেন মার্করাম। তিনি ৯ কোটি ৬৫ লাখ টাকায় ডারবানের সুপার জায়ান্টসে গিয়েছিলেন। কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে তার রেকর্ড ভাঙলেন ব্রেভিস। জোহানেসবার্গ সুপার কিংস শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করলেও ১৬.৪ মিলিয়নের পর বাজেটের সীমা টপকে যাওয়ায় পিছু হটে যায়।

উল্লেখ্য, মঙ্গলবারের নিলামের আগে পর্যন্ত এসএ২০ তে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন ট্রিস্টান স্টাবস। তাকে ৯.২ মিলিয়ন র‍্যান্ডে কিনেছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ। সেই রেকর্ড একদিনেই ভাঙলেন আগে মার্করাম, তারপর ব্রেভিস।

কেন ব্রেভিস এত দামী?
মূলত সাম্প্রতিক ফর্মই তাকে পৌঁছে দিয়েছে এই উচ্চতায়। আইপিএল ২০২৫ মৌসুমের মাঝপথে ইনজুরির কারণে দলে ডাক পেয়ে মাত্র ছয় ম্যাচে ২২৫ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১৮০। যেখানে চেন্নাই সুপার কিংস ব্যর্থ হয়েছিল, সেখানে ব্রেভিস নিজেকে উজ্জ্বলভাবে প্রমাণ করেন।

এর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে প্রথম আন্তর্জাতিক শতরান তুলে নেন ব্রেভিস। সেই সিরিজে তার স্ট্রাইক রেট ছিল ২০৪। যা গোটা ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়