ঢাকা     বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মেয়েটি গোবিন্দকে ভালোবাসে না, শুধু টাকা চায়’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩৩, ২৫ ডিসেম্বর ২০২৫
‘মেয়েটি গোবিন্দকে ভালোবাসে না, শুধু টাকা চায়’

স্বামীর সঙ্গে সুনীতা আহুজা

বলিউডের বরেণ্য অভিনেতা গোবিন্দ ব্যক্তিগত জীবনে সুনীতা আহুজার সঙ্গে ঘর বেঁধেছেন। দাম্পত্য জীবন ৩৯ বছর পার করছেন এই যুগল। টিনা ও যশবর্ধন নামে তাদের দুটো সন্তান রয়েছেন। যদিও দাম্পত্য জীবনের এ পর্যায়ে নানারকম তিক্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।  

গোবিন্দ এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর অভিযোগ করেছেন সুনীতা। ফলে সংসার ভাঙার উপক্রম হয়েছিল। এ নিয়ে বছরজুড়ে সমালোচিত হয়েছেন গোবিন্দ। যদিও বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সুনীতা। তারপরও বিষয়টি নিয়ে অকপট গোবিন্দপত্নী। 

আরো পড়ুন:

ফুরিয়ে যাচ্ছে ২০২৫ সাল। ব্যক্তিগত ও পেশাগতভাবে বছরটি কেমন কেটেছে তা জানতে চাওয়া হয় সুনীতা আহুজার কাছে। জবাবে টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, “আমার জন্য ২০২৫ সাল খুবই খারাপ বছর। কারণ গোবিন্দকে নিয়ে বিতর্ক শুনতে হয়েছে। সে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে আছে। কিন্তু আমি জানি, সেই মেয়েটি অভিনেত্রী নয়। কারণ অভিনেত্রীরা এমন খারাপ কাজ করেন না। মেয়েটি গোবিন্দকে ভালোবাসে না, শুধু তার টাকা চায়।” 

পেশাগত দিক ব্যাখ্যা করে সুনীতা আহুজা বলেন, “তবে অন্য একটি বিষয় নিয়ে খুব খুশি। ২০২৫ সালে আমি ইউটিউবিং শুরু করেছি এবং সাফল্য পেয়েছি। মানুষ আমাকে খুব ভালোবাসছেন। যদিও কিছু হেটার্সও আছে। কিন্তু আমি তাদের ভালোবাসি। তারা যদি আমাকে ঘৃণা করে, তবে সেটা তাদের সমস্যা।” 

২০২৬ সালে জীবনে কী পরিবর্তন চান? এমন প্রশ্নের জবাবে সুনীতা আহুজা বলেন, “আমি চাই, ২০২৬ সালে আমার জীবন বদলে যাক! আমি চাই, গোবিন্দ সব বিতর্কের ইতি টানুক এবং ২০২৬ সালে আমরা একটা সুখী পরিবার হই। আশা করি, খুব তাড়াতাড়ি সেটা হবে।” 

খানিকটা ব্যাখ্যা করে সুনীতা আহুজা বলেন, “আমি চাই, গোবিন্দ উপলদ্ধি করুক, তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী তিনজন। তারা হলেন—তার মা, তার স্ত্রী আর তার মেয়ে। চতুর্থ নারী হিসেবে তার জীবনে কারো থাকা উচিত নয়। এটা পৃথিবীর সব পুরুষের জন্য প্রযোজ্য, গোবিন্দর ক্ষেত্রেও। আমি চাই, সব চামচা-চেলারা তাকে ছেড়ে নিজের কাজে মন দিক। কারণ ওরাও টাকার জন্যই ওর সঙ্গে আছে।” 

এর আগে গোবিন্দর আইনজীবী ইন্ডিয়া টুডেকে জানিয়েছিলেন, গোবিন্দকে ডিভোর্স লেটার পাঠান সুনীতা। সেই খবরই সামনে আসার পর বিচ্ছেদের চর্চা শুরু হয়। পরবর্তীতে এ দম্পতি তাদের সমস্যা মিটিয়ে নেন।   

১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ-সুনীতা। এ দম্পতির দুই সন্তান, তারা হলেন— মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। ইতোমধ্যে রুপালি জগতে নাম লেখিয়েছেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা গেছে তাকে। পরিচালক সাই রাজেশের হাত ধরে খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে যশবর্ধনের।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়