ঢাকা     শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় পিকআপচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ২৬ ডিসেম্বর ২০২৫  
কুষ্টিয়ায় পিকআপচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ফাইল ফটো

কুষ্টিয়ার ভেড়ামারায় পিকআপচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোল দাগ ক্যানেলপাড়া হাসপাতাল রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মিরপুর উপজেলার বিজনগর এলাকার হাবিবুর রহমানের ছেলে সিয়াম শেখ(১৬) ও একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আ. রশিদ (১৬)।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে সিয়াম ও রশিদ মোটরসাইকেল নিয়ে লালন শাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজ ও মনি পার্ক এলাকায় ঘুরতে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি পিকআপ মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সিয়াম মারা যান। আহতাবস্থায় অপর আরোহী রশিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘‘পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়