সংসদ সদস্য প্রার্থীদের সুবিধার্থে আয়কর রিটার্ন দিতে হেল্প ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন-সংক্রান্ত সেবা দিতে বিশেষ ‘হেল্প ডেস্ক’ চালু করেছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার এই হেল্প ডেস্ক খোলা থাকবে। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের সুবিধার্থে আয়কর রিটার্ন সংক্রান্ত সেবা দিতেই এই উদ্যোগ নিয়েছে এনবিআর।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ তথ্য জানানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ করতে জাতীয় রাজস্ব বোর্ডের ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহযোগিতায় এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে।
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ভবনের সপ্তম তলায় ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কার্যালয়ে এই সেবা দেওয়া হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল (শুক্রবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা এই হেল্প ডেস্ক থেকে সরাসরি সেবা নিতে পারবেন।
এছাড়াও আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর অফিস চলাকালীন এই বিশেষ হেল্প ডেস্কে রিটার্ন সংক্রান্ত সব ধরনের সহায়তা পাবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা।
ঢাকা/নাজমুল/রাসেল