‘যেভাবেই হোক’ শুরু হচ্ছে বিপিএল
‘‘আমি আগেও বলেছি এতো অল্প সময়ে এত কিছু করা খুব সহজ না। আমাদের সব নতুন করে করতে হয়েছে। ২ মাসে এত কিছু করা কঠিন আসলে’’ - আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু। যিনি আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব।
রাত পোহালেই বিপিএলের দ্বাদশ আসর মাঠে গড়াবে। অথচ আজ সিলেটে পা রেখে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে ইফতেখার রহমানকে। সাত সকালে তিনি জানতে পারেন, বিপিএলের দল চট্টগ্রাম রয়্যালস দল পরিচালনা করতে পারবে না জানিয়ে ই-মেইল করেছে।
আর্থিক অবস্থা ভালো না থাকায় দল পরিচালনা করতে অপারগ তারা। বিসিবি আগে থেকেই ঘোষণা দিয়েছিল, কোন ফ্র্যাঞ্চাইজি যদি দল চালাতে ব্যর্থ হয় তাহলে বিসিবি দল পরিচালনা করবে। ই-মেইল পাওয়ার পর বিসিবি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নেয়। হাবিবুল বাশারকে মেন্টর, মিজানুর রহমান বাবুলকে কোচ ও নাফিস ইকবালকে ম্যানেজার করে দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম রয়্যালসের।
যেই দলটি আগামীকাল উদ্বোধনী দিন সন্ধ্যায় মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের। এর আগে দুপুরে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্টে এখন পর্যন্ত গোছানো এই দুই দল ক্রিকেটারকের পারিশ্রমিকের ২৫ শতাংশ দিয়ে দিয়েছে। দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ।
শক্তি, সামর্থ্যে দুই দলকে পাশাপাশি রাখা যাবে। রাজশাহীকে একটু এগিয়েও রাখা যায় বিদেশি সংগ্রহে। তবে সিলেটকে দুর্বল ভাবা যাবে না কোনোভাবেই। নিজেদের প্রথম ম্যাচ নিয়ে বেশ উচ্ছ্বসিত দুই দলের অধিনায়ক। সকালে অনুশীলন শেষ করা নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘‘আমি খুবই রোমাঞ্চিত। উৎসব আছে কী নেই, সেটা খেলোয়াড় হিসেবে আমাদের খেয়াল থাকে না। আমাদের মূল লক্ষ্য থাকে প্রস্তুতি ঠিকমতো হচ্ছে কী না এবং টুর্নামেন্টটা শুরু হচ্ছে কী না। কাল (শুক্রবার) থেকে খেলা শুরু হচ্ছে এবং একজন খেলোয়াড় হিসেবে আমি মাঠে নামার সুযোগ পাচ্ছি বলে খুবই রোমাঞ্চিত।”
টেস্ট দলের অধিনায়ক শান্ত টি-টোয়েন্টি দলে নিয়মিত নন। বিপিএলে পারফর্ম করে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা করে নিতে চান তিনি, “ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে আমার কাছে রাজশাহী দলটা বেশি গুরুত্বপূর্ণ। লক্ষ্য এটাই থাকবে যে, কীভাবে দলকে সেরাটা দিয়ে সাহায্য করতে পারি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টটা সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। ভালো পারফর্ম করলে নির্বাচকদের নজরে আসার একটা সুযোগ থাকে।”
মেহেদী হাসান মিরাজরা অনুশীলন করেছেন দুপুরের পর। গণমাধ্যমে বিপিএল নিয়ে তিনি বলেছেন, ‘‘প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর অবশ্যই আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার জন্য। কারণ, সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। তাই এটা একটা আমার কাছে মনে হয় যে প্রথমবার যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয় তাহলে তো এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়।’’
এদিকে চট্টগ্রামের পর বিতর্কের সৃষ্টি হয়েছে নোয়াখালীকে ঘিরে। দুপুরে ছিল তাদের অনুশীলন। কিন্তু মাঠে এসে কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের দেখেন বল নেই। নেই অনুশীলনের পর্যাপ্ত সরঞ্জাম। এছাড়া অভ্যন্তরীণ আরো কিছু ঝামেলায় ফ্র্যাঞ্চাইজির ওপর বিরক্ত হয়ে অনুশীলন ছেড়ে মাঠ ত্যাগ করেন সিএনজিতে করে। যাওয়ার সময় বলে যান, ‘‘কাজ করতে ইচ্ছে করছে না, বিপিএল করব না…।” একই রকম কণ্ঠ ছিল তাহলা জুবায়েরের, ‘‘জীবনে অনেক বিপিএল করেছি, সবচেয়ে বিরক্তিকর বিপিএল আমার কাছে এটা লাগছে…।”
মাঠ ছেড়ে তারা হোটেলে ফিরে গিয়েছিলেন। যদিও ঘণ্টা তিনেক পর আবার ফিরে এসে যোগ দেন অনুশীলনে। পুরো ঘটনাকে ‘হিট অব দ্য মোমেন্টে’ ভুল বোঝাবুঝি হয়েছে দাবি করে খালেদ মাহমুদ ফের বলেছেন, ‘‘হিট অব দ্য মোমেন্টে ভুল বোঝাবুঝি হয়েছে। দলের মালিকদের ধন্যবাদ, যারা দুজনই আমার পেছনে দাঁড়িয়ে আছেন। অনুশীলন সামগ্রী যেগুলো দরকার হবে সেগুলো আমি পাইনি। তখন আমার একটু মেজাজ খারাপই হয়েছে আসলে। আমার সাথে হয়তবা একটু বাজে ব্যবহার করে ফেলেছে। আমি ভেবেছি টুর্নামেন্ট এখনো শুরুই হয়নি এখনই যদি বাজে ব্যবহার করে তাহলে খেলা হারলে কী হবে। তৌহিদ এবং আদনান দুজনই আমার সঙ্গে কথা বলেছে। এটা আসলে পুুরোপুরি ভুল বোঝাবুঝি।’’
বিপিএল শুরুর আগেই নাটকীয় দিন কাটল সিলেটে। আগামীকাল থেকে ব্যাট-বলের লড়াই শুরু হচ্ছে। সার্বিক প্রস্তুতি দেখতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম মাঠে গিয়েছিলেন। প্রস্তুতি দেখে সন্তুষ্ট হতে পেরেছেন কিনা জানা নেই। তবে তার মাথাতেও দুশ্চিন্তার ভাঁজ। দুটি কারণে—
প্রথম, খেলাটা যেভাবেই হোক শুরু হচ্ছে।
দ্বিতীয়, শেষ হতে হতে আর কতো কিছুর মুখোমুখি হতে হবে।
বিপিএলের ১২তম আসর তোমায় স্বাগতম।
ঢাকা/ইয়াসিন/আমিনুল