ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে দল থেকে নির্বাচনে অংশ নেবেন মেঘনা আলম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ২৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩২, ২৪ ডিসেম্বর ২০২৫
যে দল থেকে নির্বাচনে অংশ নেবেন মেঘনা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত ব্যক্তিত্ব মেঘনা আলম। ঢাকা-৮ আসন থেকে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন। 

বুধবার (২৪ ডিসেম্বর) মেঘনা আলম নিজেই বিষয়টি নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রার্থিতার ঘোষণা দেন। 

আরো পড়ুন:

পোস্টে মেঘনা আলম জানান, নির্বাচিত হলে ঢাকা-৮ আসনকে দেশের নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাজুড়ে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন। 

ঢাকা-৮ এলাকায় একটি আধুনিক ও নারী-বান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মেঘনা। এর মাধ্যমে নিরাপদে হাঁটাচলা ও সাইকেল ব্যবহারের সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। 

মেঘনা বলেন, “এলাকার মানুষের পুষ্টিচাহিদা নিশ্চিত করা, পরিচ্ছন্ন জীবনযাপন ব্যবস্থা জোরদার করা এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে তার নির্বাচনি অঙ্গীকারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।” 

বলে রাখা ভালো, ঢাকা-৮ আসনে এর আগে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়