ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বল হাতে আলো ছড়ালেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৫, ২৪ ডিসেম্বর ২০২৫  
বল হাতে আলো ছড়ালেন সাকিব

আগের ম্যাচের ছন্দ ধরে রেখেছিলেন সাকিব আল হাসান। নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের রেখেছিলেন চাপে। অবশ্য উইকেট পাননি। 

তবে আঁটসাঁট বোলিংয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দলের জয়ে ভূমিকা রেখেছেন বাংলাদেশের ক্রিকেট সুপারস্টার।

আরো পড়ুন:

দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে খেলছেন সাকিব। আগের ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে সাকিব হয়েছিলেন ম্যাচ সেরা। 

মঙ্গলবার গালফ জায়ান্টসের বিপক্ষে সাকিব ব্যাটিং পাননি। বোলিংয়ে ২ ওভার হাত ঘুরিয়ে ১০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। 

ম্যাচটি এমআই এমিরেটস জিতেছে সহজে। আগে ব্যাটিংয়ে নেমে গালফ জায়ান্টস ৬ উইকেটে ১৪১ রান করে। জবাব দিতে নেমে এমআই এমিরেটস ২১ বল আগে ৮ উইকেটের জয় নিশ্চিত করে।

সাকিব শুরুতেই নতুন বল হাতে পান। ওভারের প্রথম দুই বল ডটের পর তৃতীয় বলে ছক্কা উড়ান রহমানউল্লাহ গুরবাজ। পরে আরো ২ রানও আসে। সব মিলিয়ে প্রথম ওভারেই ৮ রান দেন বাঁহাতি স্পিনার।

পাওয়ার প্লে’ শেষে সপ্তম ওভারে তাকে ফেরানো হয়। শুরুর ৩ বলে ২ রান দেন তিনি। পরের ৩ বলে কোনো রানই দেননি। সব মিলিয়ে ২০ ওভারের খেলায় সাকিব ২ ওভারে দেন মাত্র ১০ রান। এরপর বোলিংয়ে আসেননি তিনি।

সাকিবদের এই ম্যাচ জয়ের নায়ক মোহাম্মদ ওয়াসিম। ৪২ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়