ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহ-৪ 

রাশেদ খানকে বিএনপির মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:৩৬, ২৪ ডিসেম্বর ২০২৫
রাশেদ খানকে বিএনপির মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে বিএনপি মনোনয়ন দিয়েছে। মনোনয়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। 

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ থানা রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে মনোনয়নের প্রতিবাদ জানান।

আরো পড়ুন:

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যারা বিগত ১৭ বছর কালীগঞ্জে বিএনপির হাল ধরে ছিল তাদের মধ্য থেকে মনোনয়ন না দিয়ে বহিরাগত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। রাশেদ এই এলাকার ভোটার না। এমন সিদ্ধান্ত  অনাকাঙ্ক্ষিত। এতে দল ক্ষতিগ্রস্ত হবে।

বুধবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।

উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির তিনজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এরা হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও জেলা বিএনপির উপদেষ্টা সদস্যা মুর্শিদা জামান পপি।

ঢাকা/সোহাগ// 

সর্বশেষ

পাঠকপ্রিয়