ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলের দুই আসনে ১৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩২, ২৪ ডিসেম্বর ২০২৫
নড়াইলের দুই আসনে ১৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ ও নড়াইল-২ আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে নড়াইল-১ আসনে ৮ জন এবং নড়াইল-২ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। বুধবার (২৪ডিসেম্বর) দুপুর পর্যন্ত প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-১ আসনে ৮জন প্রার্থী মানোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম,জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক,বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আব্দুর রহমান মোল্যা, আসজাদুর রহমান মিঠু, লে. ক. (অব.) এস এম সাজ্জাদ হোসেন, মোঃসাকিব হাসান ও এস কে এম সাজ্জাদ হোসেন।

আরো পড়ুন:

নড়াইল-২ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, বিএনপি প্রার্থী মনিরুল ইসলাম,জামায়াত মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী শোয়েব আলী, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আব্দুল হান্নান সরদার ও ফরিদা ইয়াসমিন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, “প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আমরা নির্বাচনী আচরণবিধি মেনে কার্যক্রম পরিচালনার জন্য প্রার্থীদের অনুরোধ জানিয়েছি। আচারণবিধি লঙ্ঘন করলে আইনহত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/শরিফুল ইসলাম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়