ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জ-৫

দল বিলুপ্ত করে ধানের শীষ পেলেন হুদা, বাদ বিএনপির ইকবাল

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ২৪ ডিসেম্বর ২০২৫  
দল বিলুপ্ত করে ধানের শীষ পেলেন হুদা, বাদ বিএনপির ইকবাল

বিএনপির মনোনয়ন ফরম হাতে এহসানুল হুদা

কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে এহসানুল হুদাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিএনপির মনোনয়ন ফরম হাতে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন এহসানুল হুদা। এরপরই বিষয়টি ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন:

এ বিষয়ে জানতে এহসানুল হুদার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি হাতে পেয়েছেন তিনি।

এর আগে, গত সোমবার নিজের দল ‘বাংলাদেশ জাতীয় দল’ বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন এহসানুল হুদা। 

গত ৪ ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ের প্রার্থী ঘোষণার সময় কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে বিএনপি থেকে বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়া হয়।

এ বিষয়ে জানতে শেখ মুজিবুর রহমান ইকবালের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বলেন, ‘‘নিকলী-বাজিতপুরের মানুষ ইকবাল ভাইকে প্রার্থী হিসাবে চায়। এটাই শেষ কথা। এর বাইরে কাউকে মেনে নেওয়া হবে না।’’

নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু বলেন, ‘‘দলের সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। দল যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষে কাজ করব।’’

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়