ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বাংলাদেশের ওপর ভারত আক্রমণ চালালে জবাব দেবে পাকিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ২৩ ডিসেম্বর ২০২৫  
‘বাংলাদেশের ওপর ভারত আক্রমণ চালালে জবাব দেবে পাকিস্তান’

শেহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল) এর যুব শাখার এক নেতা ভারতকে হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশের উপর যেকোনো ধরনের আক্রমণের চালালে পাকিস্তানের সেনাবাহিনী এবং ক্ষেপণাস্ত্রগুলো এর জবাব দেবে। মঙ্গলবার পিএমএল নেতা কামরান সাঈদ উসমানি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সামরিক জোট গঠনেরও আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, “ভারত যদি বাংলাদেশের স্বায়ত্তশাসনের উপর আক্রমণ করে, যদি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের দিকে তাকানোর সাহস করে, তবে মনে রাখবেন, পাকিস্তানের জনগণ, পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্রগুলো খুব বেশি দূরে নয়।”

সাঈদ ভারতকে হুমকি দিয়ে বলেছেন,‘অখণ্ড ভারত আদর্শ’ বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাকে পাকিস্তান সহ্য করবে না।

এক ভিডিও বিবৃতিতে উসমানি জানান, পাকিস্তান বাংলাদেশের ওপর ‘ভারতকে আদর্শিক আধিপত্যের দিকে ঠেলে দেওয়া মেনে নেবে না। ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে অথবা তার স্বায়ত্তশাসনের উপর কুদৃষ্টি ফেলে, তাহলে পাকিস্তান কঠোরভাবে জবাব দেবে।

উসমানি দাবি করেছেন,পাকিস্তান পূর্বে ভারতকে কঠিন অবস্থানে ফেলেছিল এবং প্রয়োজনে আবারো তা করতে পারে। তিনি একটি কৌশলগত পরিস্থিতির পরামর্শ দিয়েছেন, যেখানে পাকিস্তান পশ্চিম দিক থেকে আক্রমণ করবে, বাংলাদেশ পূর্ব দিক থেকে আক্রমণ করবে। একইসময় চীন অরুণাচল প্রদেশ এবং লাদাখের উপর দৃষ্টি নিবদ্ধ রাখবে।

আরেকটি ভিডিওতে, উসমানি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি আনুষ্ঠানিক সামরিক জোটের আহ্বান জানিয়ে বলেছেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশকে ‘বিরক্ত’ করছে এবং ভারতকে অখণ্ড ভারত আদর্শের অধীনে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ভেঙে ফেলার চেষ্টা করছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়