বিজয়ের আনন্দে বালিগাঁও, গ্রামীণ খেলায় মুখর জনপদ
মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁও গ্রামে শুরু হয়েছে ২ দিনব্যাপী বিজয় মেলা ও লোকজ উৎসব। গ্রামীণ বিলুপ্তপ্রায় খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতেই দীর্ঘ ২২ বছর ধরে স্থানীয় তরুণ-তরুণীরা এই মেলার আয়োজন করে আসছেন।
২০০৪ সাল থেকে প্রতি বছর ডিসেম্বর মাসে এ বিজয় মেলার আয়োজন হয়ে আসছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিজয় র্যালির মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হয়, যা আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শেষ হবে।
বালিগাঁও বিজয় মেলা পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত ২২তম বিজয় মেলায় রয়েছে বিজয় র্যালি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেধা যাচাই, ধামাইল নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা। এছাড়া, মেলায় বিলুপ্তপ্রায় প্রায় ৩০টি গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য; রশি টান, দাড়িয়াবান্ধা, কাবাডি, হাড়িভাঙা, বস্তা দৌড়, পাঞ্জা লড়াই, তৈলাক্ত বাঁশ ও কলাগাছ পারাপার।
আয়োজকরা জানান, বালিগাঁও একটি প্রাচীন জনপদ। বিজয় মেলা উপলক্ষে আয়োজিত গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে বালিগাঁওসহ আশপাশের গ্রামের হাজারো নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন।
ঢাকা/আব্দুল আজিজ/জান্নাত