ঢাকা     বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মগবাজারে ককটেল বিস্ফোরণ: মামলা করলেন নিহতের বাবা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ২৫ ডিসেম্বর ২০২৫  
মগবাজারে ককটেল বিস্ফোরণ: মামলা করলেন নিহতের বাবা

রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহত যুবক মো. সিয়ামের বাবা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার মুক্তিযোদ্ধা কাউন্সিল অফিসের গলির সামনে ফ্লাইওভারের নিচে এ ককটেল বিস্ফোরণ ঘটে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা রাইজিংবিডি ডটকমকে বলেছেন, নিহতের বাবা মো. আকবর আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে, তিনি কারো নাম উল্লেখ করেননি। আসামি করা হয়েছে অজ্ঞাত ব্যক্তিদের। 

তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে। আশা করছি, শিগগির হামলাকারীকে আইনের আওতায় নিয়ে আসতে পারব।

কে বা কারা কী কারণে এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের স্বার্থে এখনই সবকিছু বলা সম্ভব না। অনেক বিষয় সামনে রেখেই আমরা তদন্ত করছি। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি শক্তিশালী ককটেল বা হাতবোমা নিচে ছুড়ে মারে। সেটি সরাসরি নিচে থাকা এক যুবকের ওপর পড়ে বিস্ফোরিত হয়। নিহত সিয়াম ‘জাহিদ কার ডেকোরেশন’ নামের একটি দোকানের কর্মচারী ছিলেন। বিস্ফোরণের পর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ককটেল বিস্ফোরণের পর মগবাজার এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা/এমআর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়