শুক্রবার জাতীয় স্মৃতিসৌধ যাবেন তারেক রহমান, প্রস্তুতি সম্পন্ন
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর প্রথম তিনদিন তিনি যেসব কর্মসূচিতে অংশ নেবেন সে তথ্য আগেই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এদিকে, তারেক রহমানের স্মৃতিসৌধে আগমনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সৌধ কর্তৃপক্ষ। নিরাপত্তার জন্য বাড়তি প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৗশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স ঝাড়ু ও লেকের পানি পরিষ্কার করা হয়েছে।’’
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, ‘‘তারেক রহমান স্মৃতিসৌধে আসার দিন এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দারা তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।’’
ঢাকা/সাব্বির/রাজীব