ঢাকা     বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গুলশানের বাসভবনে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২১:১৫, ২৫ ডিসেম্বর ২০২৫
গুলশানের বাসভবনে তারেক রহমান

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসভবনে পৌঁছান। ছবি: রায়হান হোসেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশানের বাসভবনে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে তিনি বাসভবনের গেটে পৌঁছান। সেখানে আরেকবার নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি ভেতরে প্রবেশ করেন।

আরো পড়ুন:

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারেক রহমান। সেখান থেকে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করার পর এভারকেয়ার হাসপাতালে যান তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। রাত ৭টা ৩১ মিনিটে হাসপাতাল থেকে গুলশানে বাসার উদ্দেশে রওনা দেন তারেক রহমান।

এ সময় হাসপাতালের বাইরে উপস্থিত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিপুল উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তারা ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন।

ঢাকা/আলী/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়